হোম > সারা দেশ > হবিগঞ্জ

বোরকা পরা দুই নারীর দেহে প্যাঁচানো ১২ কেজি ভারতীয় গাঁজা, গ্রেপ্তার ৪

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে বোরকা পরা দুই নারীর দেহ তল্লাশি করে দেহে প্যাঁচানো ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই দুই নারীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বগাডুবি রেলগেট চৌরাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা এলাকার সুমন মিয়ার স্ত্রী আমেনা খাতুন (৪০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আব্দুস ছাত্তারের স্ত্রী রেহানা (৪৫), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের জসিম মিয়ার স্ত্রী রুমা আক্তার (৩৫) এবং চুনারুঘাট উপজেলার গাদিশাইল গ্রামের আব্দুল হান্নানের ছেলে অটোরিকশাচালক রায়হান (২০)।

ওসি হিল্লোল রায় আজকের পত্রিকাকে বলেন, ভারত থেকে সীমান্তে গাঁজার চালান পাচারের তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। বোরকা পরা অবস্থায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে আমেনা ও রেহানার দেহ তল্লাশি করা হয়। তাঁদের ‘স্পর্শকাতর স্থানে টেপ দিয়ে’ প্যাঁচানো ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে একে অপরের সহযোগিতায় নানা ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছেন বলে প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা