হোম > সারা দেশ > হবিগঞ্জ

ভাবি, ভাতিজা ও ভাতিজি হত্যায় দেবরের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

শাহ আলম ওরফে তাহের উদ্দিন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে নিজের ভাবি, ভাতিজা ও ভাতিজিকে হত্যার ঘটনায় শাহ আলম ওরফে তাহের উদ্দিন নামের এক ব্যক্তিকে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশারফ ইউসুফ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, শাহ আলম ওরফে তাহের উদ্দিনের সঙ্গে তাঁর ভাবি জাহানারা খাতুনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৬ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় ধারালো ছুরি নিয়ে ভাবিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন তিনি। এ সময় ভাতিজি শারমিন আক্তার ও ভাতিজা শিমুল মিয়া এগিয়ে এলে তাঁদেরও ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ভাবি নিহত হন। গুরুতর আহত অবস্থায় ভাতিজি ও ভাতিজাকে হাসপাতালে নেওয়া হলে তাঁরাও মারা যান।

এ ঘটনায় জাহানারার ভগ্নিপতি মোহন মিয়া ২৪ আগস্ট একটি হত্যা মামলা করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে পিবিআই ২০১৭ সালের ৫ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আফজল হোসেন। তিনি বলেন, ‘আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করবে আশা করছি।’ নিহতের স্বামী গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা চাই, অপরাধীর শাস্তি দ্রুত কার্যকর হোক।’

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার