হোম > সারা দেশ > সিলেট

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে গেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান

সিলেট প্রতিনিধি

জামিনে মুক্তি পাওয়া সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জামিনের কাগজপত্র হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে তিনি স্বজনের সঙ্গে বাড়িতে চলে যান। এর আগে জামিনের কাগজ পাওয়ায় হাসপাতাল থেকে তাঁর নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়। 

সাবেক পরিকল্পনামন্ত্রীর ভাতিজা সাজ্জাদ বলেন, ‘দেশবাসীর দোয়ায় দীর্ঘ দেড় মাস পর চাচা মুক্তি পেয়েছেন। পরিবারের সদস্যরা তাঁর অপেক্ষায় আছেন। তাঁর মুক্তিতে আমরা খুশি। তবে তাঁর ডায়াবেটিস এখনো কন্ট্রোলে না বলে জেনেছি।’ 

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন বলেন, ‘বেলা ১টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ থেকে তাঁর জামিনের কাগজপত্র সিলেটে আসলে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়। পরে শুনেছি তাঁকে হাসপাতাল থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।’ 
 
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রীর এম এ মান্নানের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। তাঁর জামিনের কাগজপত্র হাসপাতালে আসলে মেডিকেল বোর্ড তাঁকে ছাড়পত্র দিয়েছে। পরে তাঁর স্বজনেরা এসে বাড়িতে নিয়ে গেছেন। 

এর আগে গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। 

এর আগে গত শনিবার সকালে সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থবোধ করলে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট কারা হাসপাতালে নেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে তাঁকে কড়া নিরাপত্তায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করা হয়। 

এর আগে ১৯ সেপ্টেম্বর রাতে এম এ মান্নানকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর পর থেকে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

আরও পড়ুন—

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের