হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ইমন আহমদ (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ইমন আহমদ সিলেটের সুবিদবাজারের হাজিপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম স্বপন মিয়া।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে পর্যটনকেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পানিতে ডুবে যান তিনি।

জানা যায়, ইমনসহ তারা ১২ জন বন্ধু মিলে শুক্রবার সকালে সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে যান। পরে নদীতে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে গেলে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই সুমন আহমদ।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ইমনসহ ১২ জন যুবক ঘুরতে আসেন। তাঁরা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ৩টার দিকে নৌকার মাঝি জামরুদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে পার্শ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে অন্য একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর ভাই সুমন।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা