হোম > সারা দেশ > সিলেট

লোক ভাড়া করে প্রধান শিক্ষককে পেটালেন আরেক প্রধান শিক্ষক!

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক শিক্ষক লোক ভাড়া করে আরেক শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার, আর উপজেলার সৈয়দপুর সামছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারিন্দ্র চন্দ্র সরকার। নামের বানান নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি স্থানীয় বাজারে বারিন্দ্র সরকারের ছোট ভাইয়ের সঙ্গে মুকুল সরকারের তর্কাতর্কি হয়। এসবের জের গতকাল বুধবার সকালে স্থানীয় ভবেরবাজার থেকে রিকশাযোগে কর্মস্থল সৈয়দপুরে যাচ্ছিলেন বারিন্দ্র সরকার। পথে গতিরোধ করে মুকুল সরকার, সহকারী শিক্ষক মৃদুল সরকারসহ দুতিন জন ব্যক্তির উপস্থিতিতে অজ্ঞাতনামা এক যুবক বারিন্দ্র সরকারকে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এসে তাদের নিবৃত্ত করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। 

সৈয়দপুর সামছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারিন্দ্র চন্দ্র সরকার বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে মুকুল সরকার ভাড়াটিয়া লোকজন দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেছে। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।’ 

অভিযোগে বিষয়ে জানতে চাইলে ইসহাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার বলেন, ‘আমি হামলার বিষয়ে জানি না।’ 

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপঙ্কর সরকার বলেন, ‘শিক্ষকের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করছি।’ 

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ব্যাপারে পদক্ষেপ নেব।’

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক