করোনার টিকা সংক্রান্ত নানা জটিলতার সমস্যা সমাধানের জন্য সিলেট সিটি করপোরেশনে (সিসিক) হেল্প ডেস্ক খোলা হয়েছে। আজ মঙ্গলবার থেকে সিসিকের নিচ তলায় স্থাপিত এ হেল্প ডেস্কে টিকা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সার্ভিস প্রদান করা হচ্ছে। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ডা. জাহিদুল ইসলাম বলেন, যারা টিকা নিয়েছেন অথচ সেই তথ্য আপডেট হয়নি তাঁদের জন্য এ হেল্প ডেস্ক খোলা হয়েছে। এ ডেস্কের মাধ্যমে তাঁদের টিকার আপডেট করা হবে।
বিগত দিনে অনেকেই এসএমএস ছাড়াই বিভিন্ন পন্থা অবলম্বন করে টিকা নিয়েছেন উল্লেখ করে ডা. জাহিদ বলেন, এসব ব্যক্তিদের টিকা নেওয়ার আপডেট হয়নি। হেল্প ডেস্কের মাধ্যমে তাঁদের টিকার আপডেট করা হবে।