হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সব মেডিকেল কমপ্লিট শাটডাউন, দুর্ভোগে রোগীরা

সিলেট প্রতিনিধি

এমবিবিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের মতো আজ মঙ্গলবার সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

এমবিবিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেটের সব মেডিকেল কলেজ হাসপাতাল সম্পূর্ণ বন্ধ (কমপ্লিট শাটডাউন) রাখা হয়েছে। আজ মঙ্গলবার জেলার সব হাসপাতালে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে হাসপাতালগুলোতে জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ রয়েছে।

জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন করে হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আন্দোলন হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আমরা চাই জনগণের সঠিক চিকিৎসা হোক। এটা তখনই সম্ভব হবে, যখন সঠিক ডাক্তাররা চিকিৎসা দেবেন। এখন যদি মেট্রিক পাস একজনকে ডাক্তার ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে রোগীরা কী চিকিৎসা পাবে আর আমরা কী করব এমবিবিএস ডিগ্রি নিয়ে। এ জন্য জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ আছে।

আমরা আগামীকালের রায় পর্যন্ত অপেক্ষা করব। রায় যদি পক্ষে না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি পালন করব।’

এমবিবিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের মতো আজ মঙ্গলবার সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে বহির্বিভাগে আসা রোগীরা বিপদে পড়েছেন।

উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিজের সন্তানের চিকিৎসা করাতে আসা জিয়াউল ইসলাম বলেন, ‘সকালে এসে টিকিট কাটি ডাক্তার দেখাব বলে। কাউন্টার থেকে টিকিট দেয়। কিন্তু পরে যখন বাচ্চাকে দেখাতে যাই, তাঁরা (চিকিৎসকেরা) বলেন, তাঁদের ধর্মঘট চলছে, সেবা বন্ধ। আমাদের টিকিটের টাকা ফিরিয়ে দেন। এভাবে মানুষকে কষ্টে রেখে ধর্মঘট পালন করা কতটা যৌক্তিক। তাঁদের দাবিদাওয়া যৌক্তিক হলে সরকারের উচিত দ্রুত মেনে নেওয়া। এভাবে রোগীদের ভোগান্তিতে ফেলানো ঠিক না।’

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু