হবিগঞ্জে গাড়ি পোড়ানোর মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে তিনি হাজির হলে আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিকেলেই তাঁকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী আফজল হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে শহরের ২ নম্বর পুল বাইপাস রোড এলাকায় একটি ট্রাক পোড়ানোর মামলায় আসামি করা হয় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে। ওই মামলায় তিনি আদালতে হাজিরা দিলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, এর আগে ২০ মে একই মামলায় কারাগারে পাঠানো হয় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে।