হোম > সারা দেশ > হবিগঞ্জ

সংবাদ প্রকাশের পর অভিযান: চুনারুঘাটে ১০ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ ধ্বংস

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে ১০টি ড্রেজার মেশিন ও ২ হাজার ৫০ ফুট পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ৩টায় উপজেলার পানছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম।

প্রসঙ্গত, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছিল। এতে সংরক্ষিত বনভূমি ও এলাকার রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে তৎপর হয় প্রশাসন।

চুনারুঘাটের ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি ধ্বংস করি। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, ‘আইন অমান্য করে যারা পরিবেশ ধ্বংস করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আমরা কঠোর অবস্থানে থাকব।’

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার