মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলতলী গ্রাম থেকে একটি বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সাপটি উদ্ধার করেন বন্য প্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফের (সিউ) সদস্যরা। শুক্রবার (১৬ মে) দুপুরে লাউয়াছড়ার জানকীছড়া এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।
সিউয়ের সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে ফুলতলী গ্রামের এক লোকের বাসায় সাপটি ঢুকে পড়ে। এ সময় বাড়ির লোকজন সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে সাপটিকে মারার সিদ্ধান্ত নেন। আমরা বিষয়টি জানতে পেরে একজন পরিচিত সাপুড়েকে সেখানে পাঠাই। সাপুরে রাতেই সাপটিকে উদ্ধার করে তাঁর কাছে রাখেন। আজ (শুক্রবার) দুপুরে সাপটিকে সাপুরের কাছ থেকে এনে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়।’