হোম > সারা দেশ > সুনামগঞ্জ

আগাম জাতের বোরো চাষে কৃষকের মাথায় হাত 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রতিবছর পাহাড়ি ঢলে প্লাবিত হয় সুনামগঞ্জ। হাওর ও ফসলের মাঠ তলিয়ে ক্ষতি হয় ফসলের। এমন অবস্থায় আগাম বন্যার কবল থেকে ফসল রক্ষায় আগাম জাতের বোরো ধান আবাদ করেন কৃষকেরা। চলতি বছর আগাম জাতের বোরো আবাদ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন জগন্নাথপুর উপজেলার কৃষকেরা।   

আগাম জাতের ধান ব্রি-২৮ ও ব্রি-২৯ ধানের ফলন না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। বীজে সমস্যা ও সময়মতো বৃষ্টি না হওয়ায় খরায় ব্রি-২৮ ও ব্রি-২৯ ধানের চারা জ্বলে গেছে বলে ধারণা করছেন কৃষকেরা। 

কৃষকেরা জানান, উপজেলার কৃষকদের খাদ্য সুরক্ষার প্রধান ভরসা বোরো ফসল। প্রতি বছর অকাল বন্যায় বোরো ধানের ফলন ঝুঁকিতে পড়ে। এ ছাড়াও বছরের শেষ সময়ে চৈত্র মাসের নিদান থেকে রেহাই পেতে আগাম জাত হিসেবে তাঁরা ব্রি-২৮ ও ২৯ ধান চাষে আগ্রহী হয়ে ওঠেন। গত কয়েক বছর ধরে ব্রি-২৮  নেকব্লাষ্ট রোগ ছড়িয়ে পড়ায় কৃষকেরা এ ধান চাষে ক্ষতিগ্রস্ত হন।   

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় চলতি মৌসুমে ২০ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে মাত্র ১৪ হেক্টর জমিতে ব্রি-২৮ ও ১ হাজার ২০০ হেক্টর জমিতে ব্রি-২৯ লাগানো হয়। 

উপজেলার মইয়ার হাওরের কৃষক মোহন মিয়া বলেন, ‘চৈত্র মাসের নিদান ও অকাল বন্যার ঝুঁকি থেকে আগাম ফলন ঘরে তুলতে আগাম জাত হিসেবে ব্রি-২৮ ও  ব্রি-২৯ ধান চাষ করেছিলাম। ধান পাকার সময় দেখি সব জমির ধান জ্বলে গেছে। এক মুঠো ধানও তুলতে পারিনি।’ 

আরেক কৃষক আছাদ মিয়া দাবি করেন, ৫ কেদার ব্রি-২৮ চাষাবাদ করে এক মুঠো ধান তুলতে পারিনি। সময় মতো বৃষ্টি না হওয়ায় সব জ্বলে গেছে।   

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ জানান, সচেতনতার অভাবে কৃষকেরা সময় মতো জমিতে স্প্রে ব্যবহার না করায় কিছু কিছু জমিতে আগাম জাতের কাঙ্ক্ষিত ফলন হয়নি। সার্বিকভাবে ফলন ভালো হয়েছে। তাঁর দাবি হাওরের ধান তুলতে পারলে যৎসামান্য ক্ষতিতে কৃষকদের কোনো প্রভাব পড়বে না।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার