হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক ও শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট চলছে। ফলে হঠাৎ করেই রাস্তায় যানবাহনের পরিমাণ কমে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ। যানবাহন কম থাকার সুযোগে আগের থেকে অতিরিক্ত ভাড়া দাবি করছেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা।

আজ শনিবার শহর ঘুরে দেখা যায়, আগের তুলনায় সিএনজিচালিত অটোরিকশার পরিমাণ অনেক কমে গেছে। সেই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা যাত্রীদের থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া নিচ্ছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। শাবিপ্রবি গেট থেকে নগরের আম্বরখানা, জিন্দাবাজার, বন্দর, সুবিদবাজার, মদিনা মার্কেট, রিকাবীবাজারসহ অন্যান্য স্থানে রিকশাচালকেরাও দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া দাবি করছেন।

অটোরিকশাচালক আখতার হোসেন বলেন, ‘বিএনপির সমাবেশে উপলক্ষে গাড়ি কম। আবার অনেক জায়গায় পুলিশ যেতে দিচ্ছে না। তবে আমাদের পরিবহন শ্রমিক নেতার নিজেরা নিজেদের দায় নিয়ে চালাতে বলেছেন। শহরে সিএনজিচালিত অটোরিকশা কম, কিন্তু যাত্রীর চাপ অনেক বেশি। এই সুযোগে অনেকেই বেশি ভাড়া দাবি করছেন।’

শাবিপ্রবির শিক্ষার্থী নোমান মিয়া বলেন, ‘সিলেটে সিএনজিচালকদের অতিরিক্ত ভাড়া দাবি করা অনেক পুরোনো অভ্যাস। তারা নতুন কোনো অজুহাত পেলেই ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দেয়। এতে করে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়।’

সিলেট নগরের সুবিদবাজারের বাসিন্দা জালাল উদ্দীন বলেন, ‘চালকেরা সিএনজি ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে। বিকল্প হিসেবে রিকশা থাকলেও এর ভাড়াও অনেক বেশি। এ বিষয়ে প্রশাসনের কোনো তদারক চোখে পড়ছে না। তাই আমাদের মতো সাধারণ মানুষেরই যত ভোগান্তি।’

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা