হোম > সারা দেশ > মৌলভীবাজার

শিশুপুত্র উঠতে পারেনি, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন মা

ট্রেনে ছেড়ে দেওয়ায় তাড়াহুড়ো করে উঠে পড়েন মা। কিন্তু তাঁর ১১ বছরের ছেলেটি উঠতে পারেনি। তাকিয়ে দেখেন ওইটুকু ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। এবার জীবনের ঝুঁকি নিয়ে তিনি ট্রেন থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হয়েছেন মা। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার (২৯ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহত মা শারমিন আক্তার মিতু (৩৫) বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে মাত্র দুই মিনিট দাঁড়ানোর পর চলতে শুরু করে। চলন্ত ট্রেনে একটা শিশুকে ওঠার চেষ্টা করতে দেখেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সে উঠতে পারেনি। তখন ‘আমার ছেলে ট্রেনে ওঠেনি’ বলে চিৎকার করে ঝাঁপ দেন এক নারী। 

স্টেশনে আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন থামতেই মা তাড়াহুড়ো করে উঠে পড়েন। এর মধ্যে ট্রেন ছেড়ে দেয়। তাঁর ছেলেটি উঠতে পারেনি। পেছনে ফিরে মা দেখতে পান ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। তখন তিনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, ‘আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন।’ 

এ বিষয়ে ভানুগাছ রেলস্টেশনের স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, ‘ছেলে ট্রেনে উঠতে পারেনি, এ জন্য চলন্ত ট্রেন থেকে মা ঝাঁপ দিয়েছেন। আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর