হোম > সারা দেশ > মৌলভীবাজার

শিশুপুত্র উঠতে পারেনি, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন মা

ট্রেনে ছেড়ে দেওয়ায় তাড়াহুড়ো করে উঠে পড়েন মা। কিন্তু তাঁর ১১ বছরের ছেলেটি উঠতে পারেনি। তাকিয়ে দেখেন ওইটুকু ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। এবার জীবনের ঝুঁকি নিয়ে তিনি ট্রেন থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হয়েছেন মা। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার (২৯ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহত মা শারমিন আক্তার মিতু (৩৫) বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে মাত্র দুই মিনিট দাঁড়ানোর পর চলতে শুরু করে। চলন্ত ট্রেনে একটা শিশুকে ওঠার চেষ্টা করতে দেখেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সে উঠতে পারেনি। তখন ‘আমার ছেলে ট্রেনে ওঠেনি’ বলে চিৎকার করে ঝাঁপ দেন এক নারী। 

স্টেশনে আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন থামতেই মা তাড়াহুড়ো করে উঠে পড়েন। এর মধ্যে ট্রেন ছেড়ে দেয়। তাঁর ছেলেটি উঠতে পারেনি। পেছনে ফিরে মা দেখতে পান ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। তখন তিনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, ‘আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন।’ 

এ বিষয়ে ভানুগাছ রেলস্টেশনের স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, ‘ছেলে ট্রেনে উঠতে পারেনি, এ জন্য চলন্ত ট্রেন থেকে মা ঝাঁপ দিয়েছেন। আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার