হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ব্যবস্থাপকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেট নগরের ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৯ জনের মধ্যে রুমেল সিদ্দিক (২৯) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই স্টেশনের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। রুমেল বিমানবন্দর থানার কোরবান টিলা এলাকার বাসিন্দা। 

গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই আহমেদ শাহনুর। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দগ্ধ চারজন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। এর মধ্যে আমার ভাই সোমবার রাত সাড়ে ৭টার দিকে মারা গেছেন। ঢাকা থেকে লাশ সিলেটে নিয়ে আসার চেষ্টা চলছে।’ 

আজ দুপুরে বিরতি ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘রুমেল সিদ্দিকের লাশ বিকেলের দিকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্য রওনা হবে। পরে তাঁর নিজ বাড়িতে লাশ দাফন করা হবে। আমাদের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে বলে জানান সেখানকার চিকিৎসকেরা। পরদিন রোববার দগ্ধ ৯ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট