হোম > সারা দেশ > হবিগঞ্জ

ক্রয় ক্ষমতার বাইরে সবজি বাজার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাজারগুলোতে সবজি দাম প্রতিদিনই বাড়ছে। একমাত্র কচুমুখী ছাড়া সব ধরনের সবজি সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাঁরাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

হবিগঞ্জের চৌধুরী বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত। টমেটো ও গাজর প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ৮০ টাকায়। চিচিঙ্গা, বেগুন, পটল, ঢ্যাঁড়স, করলা, কাঁচা পেঁপে, ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। এ ছাড়া বরবটি ৬০ টাকা, ধুন্দুল ৪০ টাকা, লাউ এবং কুমড়া প্রতিটি ৪৫ থেকে ৫০ টাকা, ধনেপাতা ২০০ টাকা বিক্রি হচ্ছে। শুধুমাত্র আগের দামে বিক্রি হচ্ছে কচুমুখী ২৫ টাকা, বড় আলু ২০ টাকা ও দেশি আলু ২৫ টাকা কেজি। এ ছাড়া লেবু বিক্রি হচ্ছে ১৫ টাকা হালি।

এ বিষয়ে সবজি কিনতে আসা এনজিও কর্মী সীমান্ত বড়ুয়া বলেন, প্রত্যেকটি সবজির দামই বেড়েছে। ৫০০ টাকা নিয়ে বাজার আসলে ৫ কেজি সবজিও কেনা যায় না। আমাদের মতো মধ্যম আয়ের লোকজন কীভাবে বাঁচব? যা বেতন পাই তা দিয়ে আর চলার অবস্থা নাই।

বানিয়াচংয়ের সাঙ্গর গ্রামের কৃষক মো. লুৎফুর রহমান বলেন, বর্ষাকাল ছাড়া কোনো সময় আমাদের সবজি কিনতে হয় না। নিজের খেতেই সবজি চাষ করি। বাজারে আসছিলাম অন্য একটা কাজে। ভাবলাম কিছু সবজি কিনব। কিন্তু সবজির যে দাম তাতে এক কেজিও কিনতে পারছি না।

সরোয়ার আলম নামে অপর এক ক্রেতা বলেন, আগে মাসে দেড়-দুই হাজার টাকার সবজি কিনলে সারা মাস চলে যেত। এখন যে অবস্থা ১৫ দিনের সবজিও ২ হাজার টাকা দিয়ে কেনা যাচ্ছে না। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবজির দাম বাড়িয়েছে।

এ ব্যাপারে খুচরা বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে। তবে শীতকালীন মৌসুমে সবজির দাম শিগগিরই কমবে বলে আশা করছি।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত