হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিপণিবিতানের সাইনবোর্ডে ভেসে ‍উঠল, ‘চাচা, হাসু আপা কোথায়?’

নিজস্ব প্রতিবেদক সিলেট 

ডিজিটাল সাইনবোর্ড। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে একটি বিপণিবিতান প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে উঠেছে। উপজেলার চৌমুহনী এলাকায় ‘কুশিয়ারা শপিং কমপ্লেক্স’-এর দ্বিতীয় তলায় ‘নিরাময় ডেন্টাল কেয়ার’-এর ডিজিটাল সাইনবোর্ডে এ লেখা ভেসে ওঠে। পরে ওই ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়।

বিষয়টি নিশ্চিত করে ‘নিরাময় ডেন্টাল কেয়ার’-এর পরিচালক (টেকনিক্যাল) মারজান সিদ্দিকী বলেন, ‘ডিজিটাল সাইনবোর্ডটি কেউ হ্যাক করে এ ঘটনা ঘটিয়েছে। এ কারণে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।’

গতকাল বুধবার রাতে নিরাময় ডেন্টাল কেয়ারের ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে ওঠে। পরে রাতেই এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ওই ঘটনার খবর শুনে পুলিশ বুধবার রাতে ওই বিপণিবিতানে গিয়েছিল। তখন বিপণিবিতানটি বন্ধ ছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে বিপণিবিতানের ব্যবসায়ী সমিতির কয়েকজন থানায় আসেন। তাঁরা জানিয়েছেন, ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক করে ওই লেখা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে বিপণিবিতানের কেউ জড়িত নন। এমনটি যাতে আর না হয়, সে জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২