হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিপণিবিতানের সাইনবোর্ডে ভেসে ‍উঠল, ‘চাচা, হাসু আপা কোথায়?’

নিজস্ব প্রতিবেদক সিলেট 

ডিজিটাল সাইনবোর্ড। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে একটি বিপণিবিতান প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে উঠেছে। উপজেলার চৌমুহনী এলাকায় ‘কুশিয়ারা শপিং কমপ্লেক্স’-এর দ্বিতীয় তলায় ‘নিরাময় ডেন্টাল কেয়ার’-এর ডিজিটাল সাইনবোর্ডে এ লেখা ভেসে ওঠে। পরে ওই ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়।

বিষয়টি নিশ্চিত করে ‘নিরাময় ডেন্টাল কেয়ার’-এর পরিচালক (টেকনিক্যাল) মারজান সিদ্দিকী বলেন, ‘ডিজিটাল সাইনবোর্ডটি কেউ হ্যাক করে এ ঘটনা ঘটিয়েছে। এ কারণে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।’

গতকাল বুধবার রাতে নিরাময় ডেন্টাল কেয়ারের ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে ওঠে। পরে রাতেই এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ওই ঘটনার খবর শুনে পুলিশ বুধবার রাতে ওই বিপণিবিতানে গিয়েছিল। তখন বিপণিবিতানটি বন্ধ ছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে বিপণিবিতানের ব্যবসায়ী সমিতির কয়েকজন থানায় আসেন। তাঁরা জানিয়েছেন, ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক করে ওই লেখা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে বিপণিবিতানের কেউ জড়িত নন। এমনটি যাতে আর না হয়, সে জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি