সিলেট প্রতিনিধি
সিলেটে ১৫১ ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার মহাজনপট্টির গলি থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কোতোয়ালি মডেল থানার কাষ্টঘরের সজীব রায় (২১) ও পাপ্পু লাল বাঁশফোর (৩৫)। আজ সকালে মহাজনপট্টির গলির মুখে একটি দোকানের সামনে থেকে ইয়াবাসসহ এঁদের আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।