হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক স্থান থেকে দুই তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে ও রাতে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের কাছুম আলীর ছেলে অনিক মিয়া (১৮)।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে ওই তরুণ-তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকার দরিদ্র পরিবারের বাসিন্দা ময়না মিয়ার ছেলে অনিক মিয়াকে শিশু অবস্থায় দত্তক আনেন কাছুম আলী। কয়েক বছর ধরে অনিক মানসিক রোগে আক্রান্ত হয়। ধারণা করা হচ্ছে, রোগে আক্রান্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, তাদের মরদেহ উদ্ধার করে সোমবার রাতে মর্গে পাঠানো হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।