দেশে ২০১৪ সাল থেকে কোনো নির্বাচিত সরকার নেই বলে মন্তব্য করেছেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ শুক্রবার সকালে নগরীর একটি হোটেলে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পরও আমরা শোষকদের কবল থেকে মুক্ত হতে পারিনি। দেশে আজ গণতন্ত্র, বাকস্বাধীনতা নেই, মানুষের ভোটের অধিকার নেই। ২০১৪ সাল থেকে দেশে কোনো নির্বাচিত সরকার নেই।’
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আশিক উদ্দিন আশুক, হাজি শাহাব উদ্দিন আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশিদ মামুন, হাসান পাটোয়ারি রিপন, তাজরুল ইসলাম তাজুল, কোহিনুর আহমদ, আলী আকবর, জসিম উদ্দিন, আজিজুর রহমান, মাহবুবুল হক চৌধুরী, সালেহা কবীর শেপী, সাঈদ আহমদ, ময়নুল হক প্রমুখ।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পর আবারও আমাদের গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করা হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার হরণ করা হয়েছে।’