হোম > সারা দেশ > সুনামগঞ্জ

পানিতে তলিয়ে গেছে কৃষকের কোটি টাকা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ফসল রক্ষা বেড়িবাঁধ উপচে হাওরে পানি ঢুকে পড়ায় ১২০ হেক্টর জমির প্রায় ১৩ হাজার ৫০০ মণ বোরো ধান তলিয়ে গেছে। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা। বুধবার সকালে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আহমদাবাদ হুনদা বিল হাওর, আশারকান্দি ইউনিয়নের ছোট শেওড়া গ্রামের হাওর এবং মিরপুর ইউনিয়নের হাপাতির হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। 

এ ছাড়া পাটলি ইউনিয়নের আধাকান্দি হাওর, পাইলগাঁও ইউনিয়নের গলাকাটা হাওরে বৃষ্টির পানিসহ নদীর পাড় উপচে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। 

উল্লেখিত হাওরে উপজেলা কৃষি অফিসের তথ্যমতে প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। পানিতে তলিয়ে যায় ১২০ হেক্টর জমির ধান। এর মধ্যে ২০ হেক্টর জমির ধান নষ্ট হয় গেছে এবং ৪০ হেক্টর জমির ধান আংশিক এবং বাকি ৬০ হেক্টর জমির ধান পানি কমলে কাটা যাবে বলে ধারণা করছে কৃষি অফিস। 

রমাপতিপুর গ্রামের কৃষক আলা উদ্দিন জানান, রমাপতিপুর গলাকাটা হাওরে এবার তিনি ১৬ কেদার জমিতে বোরো আবাদ করেন। ধান পাকার আগেই নদীর পানি উপচে হাওরে ঢুকে সব ধান তলিয়ে যায়। 

শেওড়া গ্রামের বর্গাচাষি কৃষক নজরুল ইসলাম জানান, সাত কেদার জমিতে বোরো আবাদ করেছিলেন। সব জমির ধান তলিয়ে গেছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, ‘দুই এক দিনের মধ্যে পানি কমে গেলে তলিয়ে যাওয়া ফসল কাটা যেতে পারে। এতে ক্ষতি কিছুটা কমে আসবে।’ 

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘কৃষকদের দ্রুত পাকা ধান ঘরে তুলতে আমার তাগিদ দিচ্ছি। পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ গুলো ঝুঁকিতে রয়েছে। তবে আমরা সার্বক্ষণিক তদারকিতে আছি।’ 

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন