হোম > সারা দেশ > হবিগঞ্জ

নেশা করতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে হত্যা: আদালতে স্বীকারোক্তি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে নেশায় করতে বাধা দেওয়া এবং চড় থাপ্পড়ের প্রতিশোধ নিতেই খুন করা হয় নৌ পুলিশ সদস্য কনস্টেবল জাহাঙ্গীর আলমকে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানিয়েছে ঘাতক পুলক দাশ। আজ বুধবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে পুলকের স্বীকারোক্তির বরাত দিয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা পুলক দাশ (২৮) মাদকসেবী। ঘটনার আগের দিন (রোববার) তাঁকে মাদক সেবনে বাধা দেন মার্কুলি নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল জাহাঙ্গীর আলম। এ সময় তাঁকে শাসান তিনি। কয়েকটি চড় থাপ্পড়ও দেন বলে দাবি করেছে পুলক। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে গিয়ে তাঁকে খুন করে পুলক। 

উল্লেখ্য, গত সোমবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো সহকর্মীদের নিয়ে মার্কুলি বাজারে যান কনস্টেবল জাহাঙ্গীর আলম। সেখানে একটি ফ্লেক্সিলোডের দোকানে তিনি অন্যদের সঙ্গে কথা বলার সময় তাঁর ওপর আকস্মিকভাবে হামলা চালান পুলক দাশ। এতে গুরুতর জখম হন কনস্টেবল জাহাঙ্গীর আলম। তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত ১২টার দিকে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ওসি অজয় কুমার দেবসহ পুলিশের কর্মকর্তারা। সেখানে পুলিশ অভিযান চালিয়ে রাতেই হত্যাকারী পুলক দাশকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ সিসিটিভির ফুটেজও সংগ্রহ করা হয়। 

সিসিটিভির ফুটেজে দেখা যায়, পুলক দাশ ক্ষিপ্ত হয়ে কনস্টেবল জাহাঙ্গীর আলমকে এলোপাতাড়িভাবে মারপিট করছে। মঙ্গলবার তাঁকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে পুলক হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে বুধবার তাঁকে আদালতে নেওয়া হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা