হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পবিত্র ঈদুল আজহার জামাতে লাখো মানুষের সমাগম

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এখানে ঈদের নামাজে লাখো মুসল্লির সমাগম হয়। প্রধান ঈদগাহে একসঙ্গে ঈদ জামাত আদায় করতে পেরে খুশি সবাই।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রধান ঈদের জামাতের আগে বয়ান পেশ ও ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

নগরের ঐতিহাসিক এই শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও জনপ্রতিনিধিসহ সাধারণ মুসল্লিরা।

বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে ১৭০০ সালের প্রথম দিকে নির্মিত সিলেটের শাহী ঈদগাহকে গণ্য করা হয়। ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে শত শত মুসল্লি শাহী ঈদগাহের সামনের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন। এর আগে সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শাহী ঈদগাহ ময়দানে আসেন। ঈদের নামাজকে ঘিরে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। 

প্রধান ঈদ জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী সবাই কোলাকুলি করেন।

এদিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আজ সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব।

দরগাহে হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন। নগরের বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ ও ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।

এর আগে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানি। এ জামাতে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়।

প্রতিবছরের মতো এবারও বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।

এ বছরের পবিত্র ঈদুল আজহায় নগরসহ সিলেট জেলায় ছোট-বড় তিন হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন।

এ ছাড়া ঈদের জামাত ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরিফ।

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নির্বাচন হাইজ্যাক করার প্রশাসনিক ক্যুর চিন্তা করলে বলব—সেই সূর্য ডুবে গেছে: জামায়াত আমির

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের সমাবেশ শুরু

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি