হবিগঞ্জের নবীগঞ্জে এক যুবক তাঁর মাকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে পৌরসভার হাসপাতাল রোডের শান্তিপাড়ার বাসায় এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম রাহেনা বেগম (৬০)। তিনি কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের জুনেদ আহমদ চৌধুরীর স্ত্রী। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে তানভীর আহমেদ চৌধুরীকে (৩২) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাহেনা দীর্ঘদিন ধরে ছেলেকে নিয়ে শান্তিপাড়ার বাসায় বাস করে আসছেন। তিনি শুক্রবার রাত ৯টার দিকে ভাত খেতে বসলে হঠাৎ ছেলে তানভীর তাঁকে দা দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করেন। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিবারের সদস্যরা পরে রাহেনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেটে পাঠান। অন্যদিকে নবীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তানভীরকে আটক করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে অভিযুক্ত তানভীর আহমেদ চৌধুরীকে আটক এবং হামলায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।’