হোম > সারা দেশ > সিলেট

হামলা মামলায় সিলেটে ৫ আ.লীগ নেতা কারাগারে

সিলেট প্রতিনিধি

সিলেটে পাঁচ আওয়ামী লীগ নেতা কারাগারে। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সিলেটের গোলাপগঞ্জের পাঁচ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সিলেটের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদীপক্ষের আইনজীবী প্রীতিষ দত্ত পিংকু। তিনি জানান, তাঁরা আদালতে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তাঁরা হলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, সাবেক পৌর কাউন্সিলর এম ফজলুল আলম ফজলু, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাদেক আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে এই পাঁচ নেতার বিরুদ্ধে।

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল