হোম > সারা দেশ > সিলেট

হামলা মামলায় সিলেটে ৫ আ.লীগ নেতা কারাগারে

সিলেট প্রতিনিধি

সিলেটে পাঁচ আওয়ামী লীগ নেতা কারাগারে। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সিলেটের গোলাপগঞ্জের পাঁচ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সিলেটের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদীপক্ষের আইনজীবী প্রীতিষ দত্ত পিংকু। তিনি জানান, তাঁরা আদালতে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তাঁরা হলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, সাবেক পৌর কাউন্সিলর এম ফজলুল আলম ফজলু, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাদেক আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে এই পাঁচ নেতার বিরুদ্ধে।

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন