হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে শাশুড়ি-পুত্রবধূকে হত্যার দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

সহিবুর রহমান, হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ডপ্রবাসী আখলাক চৌধুরী গুলজারের মা মালা বেগম (৫০) ও স্ত্রী রুমি বেগমকে (২২) হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা একটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজের (১) বিচারক মো. আজিজুল হক এই রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নবীগঞ্জ উপজেলার আমতৈল গ্রামের তালেব মিয়া (২৯) এবং একই উপজেলার হোসেনপুর গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (২৫)। রায় দেওয়ার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন। 

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সালেহ আহমেদ। তিনি জানান, আসামিরা অসৎ কাজ করতে না পেরে শাশুড়ি ও তাঁর পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মামলার ৩২ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য নেওয়া শেষে আদালত আজ এই রায় দেন।

মামলা থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৩ মে রাত ১১টার দিকে সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ডপ্রবাসী আখলাক চৌধুরী গুলজারের বাড়ি থেকে হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনে গ্রামের লোকজন এসে দেখেন আখলাকের মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ হাসপাতালে গিয়ে লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় নিহত রুমির ভাই পরদিন নবীগঞ্জ থানায় তালেব ও শুভকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময় পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্তের দায়িত্ব পান। এই দুজনকে আসামি রেখে ২০১৮ সালের ১১ আগস্ট গোয়েন্দা পুলিশ (ডিবি) তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম আদালতে চার্জশিট দাখিল করেন।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা