হোম > সারা দেশ > সিলেট

গুলিতে সাংবাদিক নিহত: হত্যা মামলা জিডি হিসেবে নিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক এ টি এম তুরাবের নিহতের ঘটনায় পুলিশকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। তবে পুলিশ সেটি মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে। অভিযোগে অজ্ঞাতনামা ৮-১০ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়।

গত বুধবার রাতে কোতোয়ালি থানায় এ অভিযোগ দেন তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ। এ সময় সাংবাদিক সংগঠনের নেতারা তাঁর সঙ্গে ছিলেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন লিখিত অভিযোগটি গ্রহণ করেন।

আজরফ বলেন, ‘আমরা তো জিডি করতে যাইনি, মামলা করতে গিয়েছিলাম। পুলিশ যদি আগামী শনিবারের মধ্যে মামলা হিসেবে গ্রহণ না করে তাহলে রোববার আদালতের স্মরণাপন্ন হব।’

আজবাহার আলী শেখ বলেন, ‘তুরাবের মৃত্যুর ঘটনায় আগেই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। তাঁর ভাইয়ের অভিযোগ গ্রহণ করা হয়েছে। দুটি একসঙ্গে তদন্ত করা হবে।’

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার