হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মুষলধারে বৃষ্টি, বাড়ছে নদ-নদীর পানি

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সিলেট 

সিলেটে বৃষ্টিতে বাড়ছে জলাবদ্ধতা। ছবি: আজকের পত্রিকা

দিনভর মুষলধারে বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে নগরের বাসিন্দারা। টানা বর্ষণে জেলার সব নদীর পানিও বাড়ছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও সিলেটে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কাও রয়েছে।

আজ শনিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির পরিমাণ দুপুরে আরও বাড়ে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তর সিলেট জানায়, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ মোট ১৯৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের মেঘ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে। এটি কেটে যেতে সময় লাগতে পারে। আগামী তিন দিন এ রকম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।’

সিলেটে বৃষ্টিতে বাড়ছে জলাবদ্ধতা। ছবি: আজকের পত্রিকা

পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, গতকাল সকাল থেকে সুরমা নদীর দুটি পয়েন্ট, কুশিয়ারা নদীর চারটি, লোভা নদীর একটি, ডাউকি নদীর একটি ও সারি-গোয়াইন নদের একটি পয়েন্টে পানি বাড়ছে। এর মধ্যে সুরমা নদীর সিলেট পয়েন্টে আজ সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ১ দশমিক ১৫ সেমি, কানাইঘাট পয়েন্টে শূন্য দশমিক ২৯ সেমি নিচ দিয়ে পানি বইছে।

একই সময়ে কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৮৭ সেমি, শেওলা পয়েন্টে ২ দশমিক ২৩ সেমি, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১ দশমিক শূন্য ২ সেমি ও শেরপুর পয়েন্টে ১ দশমিক ১৪ সেমি, ডাউকি নদীর জাফলং পয়েন্টে ২ দশমিক ২৫ সেমি, সারি-গোয়াইন নদীর গোয়াইনঘাট পয়েন্টে ৭৪ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া আজ সন্ধ্যা ৬টায় লোভা লুবা নদীর লুবা ছড়া পয়েন্টে ১৩ দশমিক ২৪ সেমি আর ধলাই নদের ইসলামপুর পয়েন্টে ৯ দশমিক ১৭ সেমি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সিলেটে বৃষ্টিতে বাড়ছে জলাবদ্ধতা। ছবি: আজকের পত্রিকা

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮) ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমাদের এখানেও শনিবার ১৯৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রায় সবগুলো পয়েন্টে নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনো পর্যন্ত আমরা কোনো পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করার খবর পাইনি। আর স্বস্তির খবর নিম্নাঞ্চলের পানি দ্রুত নেমে যাচ্ছে। এই পানি সুনামগঞ্জ, কিশোরগঞ্জ হয়ে মেঘনা গিয়ে পড়ছে। চেরাপুঞ্জিতে মনে হয় আরও এক-দুই দিন বৃষ্টি হবে।’

এদিকে দুপুরের ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাতে সিলেট নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ডুবে গেছে নগরের বেশির ভাগ এলাকা। ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা। নগরের খাসদবীর, চৌহাট্টা, ওসমানী মেডিকেল ও মেডিকেল রোড, শিবগঞ্জ, মদীনা মার্কেট, দরগাহ মহল্লা, পীর মহল্লা, হাউজিং এস্টেট, মেন্দিবাগ, রেলগেট, মাছিমপুর, দক্ষিণ সুরমা, মেজর টিলাসহ বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সিলেটে বৃষ্টিতে বাড়ছে জলাবদ্ধতা। ছবি: আজকের পত্রিকা

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘একসঙ্গে এত পরিমাণ বৃষ্টিপাত হওয়াতে নগরের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখন পানি নেমে গেছে। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন, ড্রেন পরিষ্কার করছেন। বেশি বৃষ্টিপাত হলে এই সমস্যা হয়। আমরা ড্রেনের মুখ আরেকটু বড় করার চেষ্টা করব।’

এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলে দ্রুত পানি বাড়ছে। ওই সব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে কোম্পানীগঞ্জের সাদাপাথর, গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলং ও বিছানাকান্দি পানিতে প্লাবিত হয়েছে। যে কারণে পর্যটকেরা সেখানে এখন যাচ্ছেন না।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো সিলেটে বন্যা হয়নি। নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। যে কারণে মানুষজন তার বাড়িতেই আছে। যদি পানি বাড়ে, তাহলে আমরা ব্যবস্থা নেব। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের। ইতিমধ্যে জেলায় ৫৮৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সব ধরনের শুকনো ও গোখাদ্য প্রস্তুত রয়েছে। এখনো কারও পানিবন্দী হওয়ার খবর জানা যায়নি।’

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২