হোম > সারা দেশ > সিলেট

কোনো খুনিকে আর রাজনীতিতে দেখতে চাই না: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, কোনো খুনিকে আর রাজনীতিতে দেখতে চাই না। বিশিষ্ট নাগরিকের নামে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায় তাদের জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। তাদের যথাযথ জবাব দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় কাজী নজরুল অডিটরিয়ামে সংগঠনটির সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নিয়ে বাংলাদেশে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোনোভাবে যদি আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার চক্রান্ত করা হয়, রাজপথে সাধারণ জনতা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছে।’

সভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘আমাদেরকে আগে ফ্যাসিস্ট কাঠামো ধ্বংস করতে হবে। এরপর নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের দুই চোখের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এ জন্য আদর্শ প্রশাসনিক কাঠামো প্রয়োজন। পার্টি গঠনের চেয়ে আমরা রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিচ্ছি। এজন্য তরুণ জনগোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে হবে।’

বিভাগীয় প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ আল গালিব ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হোসাইন আহমদসহ অনেকে।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার