হোম > সারা দেশ > মৌলভীবাজার

প্রচারে নৌকার প্রার্থী মাঠে নেই অন্য দুজন

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ নেই বললেই চলে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি সপ্তমবারের মতো সংসদ সদস্য (এমপি) হওয়ার জন্য প্রচার চালালেও মাঠে নেই অন্য দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা।

আসনটির একাধিক ভোটার বলছেন, আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর নিয়ম রক্ষার নির্বাচনী প্রচার করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ও ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী। ফলে হাড্ডাহাড্ডি লড়াই না থাকায় নৌকা প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকদের প্রচারও চলছে ঢিলেঢালাভাবে। 

নির্বাচনী আসনের বিভিন্ন এলাকার ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে না। শক্ত দল বলতে আছে শুধু আওয়ামী লীগ। নৌকার প্রার্থীর সঙ্গে অন্য যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের কেউ চেনেন না, জানেন না। ফলে এই আসনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী এমনিতেই বিজয়ী হবে। 

কমলগঞ্জের ভোটার আজমান আহমেদ বলেন, নৌকার প্রার্থী আব্দুস শহীদ একাই নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সপ্তমবারের মতো এমপি হবেন তিনি। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আনোয়ার হোসেনের গণসংযোগ তো দূরের কথা, একটা পোস্টারও দেখা যাচ্ছে না।। আর ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী যেন চুপচাপ ঘুমাচ্ছেন।

প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে সাধ্যমতো প্রচার চালাচ্ছি।’ 

প্রার্থী আব্দুল মুহিত হাসানী বলেন, ‘নেতা-কর্মী নিয়ে যতটুকু সম্ভব প্রচার চালিয়ে যাচ্ছি।’ 

উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘এই আসনে আমি ছয়বার এমপি নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে মানুষের সেবা করেছি। এবারও আমি জয়ের আশা করছি।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি