হোম > সারা দেশ > সিলেট

সিলেটে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৩

সিলেট প্রতিনিধি

সিলেটের বালাগঞ্জ থেকে চুরি হওয়া অটোরিকশাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় বালাগঞ্জের গৌরীপুর থেকে দুজনকে প্রথম গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অটোরিকশাসহ দলের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বালাগঞ্জ উপজেলার বিত্তনিয়া গ্রামের মিছলু মিয়া (২৩), একই উপজেলার দক্ষিণ হরিশ্যাম গ্রামের আব্দুর রহিম (২৩) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ছোট বাকৈর গ্রামের সিহাব উদ্দিন (৩৫)। 

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা (সহকারী পুলিশ সুপার) মো. সম্রাট তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বালাগঞ্জের গৌরীপুর গ্রামের জাকির হোসেনের (২২) অটোরিকশা গত ১৭ সেপ্টেম্বর উপজেলার ওসমানীগঞ্জ বাজারের পাশ থেকে চুরি হয়। এ ঘটনায় পরে থানায় মামলা দায়ের করেন জাকির। ঘটনার পরে থানা-পুলিশ চোরদের ধরতে অভিযান অব্যাহত রাখে। একপর্যায়ে শনিবার সন্ধ্যায় বালাগঞ্জের গৌরীপুর কলেজ বাজার থেকে মিছলু মিয়া (২৩) ও আব্দুর রহিমকে (২৩) সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে নবীগঞ্জ থেকে অটোরিকশা ও চোর চক্রের আরেক সদস্য সিহাব উদ্দিনকে আটক করা হয়।’

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৩ জন জাকির হোসেনের অটোরিকশা চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার