হোম > সারা দেশ > সিলেট

৫ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের সমাবেশ

সিলেট প্রতিনিধি

সিলেটে ধর্মঘটকালীন মজুরি, ২০ মাসের এরিয়ার ও বোনাসের এরিয়ার টাকা প্রদান করাসহ ৫ দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে চা শ্রমিকেরা। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমরেড হৃদেশ মুদি। চা শ্রমিক নেতা অরুন মুদির পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, চা শ্রমিক অধিকার আন্দোলনের নেতা সন্তোষ বাড়াইক, শেলী দাস, সন্তোষ নায়েক, অঞ্জুলী মুদি, লাংকাট লোহার, বচন কালোহার, হরি সবর আলীবাহার বাগান পঞ্চায়েত শ্যামাচরন গোয়ালা, চা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বিরেন সিং, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অধির বাউরি প্রমুখ। 

এর আগে ৫ দফা দাবির ভিত্তিতে বাগানে বাগানে প্রচারপত্র বিতরণ, লাইন বৈঠক কর্মসূচি পালনসহ ধারাবাহিক কর্মসূচি করা হয়। আজ ৫ দফা দাবিতে প্ল্যাকার্ড, ফেস্টুন সংবলিত চা শ্রমিকদের মিছিল মালিনীছড়া চা-বাগান থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর ৩ মাস হয়ে গেছে। এখনো চা শ্রমিকদের সঙ্গে ২০২১-২২ সালের চুক্তি সম্পন্ন হয়নি। মালিকপক্ষ শ্রমিকদের এরিয়ার টাকা না দেওয়ার পাঁয়তারা করছেন।

ডিসেম্বর মাসেই আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এত লড়াই করে অর্জন করা এরিয়ারের টাকা কি চা শ্রমিকেরা পাবেন না? ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে এই চুক্তির কি হবে? শ্রম আইন অনুযায়ী ১৯ মাস ২৭ দিনের এরিয়ার টাকা, ধর্মঘট কালীন মজুরি ও ২ বছরের বোনাসের এরিয়ার টাকা শ্রমিকদের অবশ্যই প্রাপ্য। কিন্তু মালিকেরা সব সময় শ্রমিকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে নিজেরা টাকার পাহাড় তৈরি করেন।

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার