হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ আটক ২

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে ছিনতাইকৃত মোবাইল ফোন, নগদ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আটককৃতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের আব্দুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে লিমন আহমদ জয় (২৬)।

পুলিশ জানায়, সিলেট নগরের জিন্দাবাজারের ব্যবসায়ী কামাল হোসেন (৩৬) প্রতিদিনের মতো কাজে শেষে গত মঙ্গলবার রাত ৯টায় হোটেল থেকে বাসার উদ্দেশে রওনা হন। পথে পূর্বপরিচিত ব্যক্তি তামিম তাঁকে বেড়ানোর প্রলোভন দেখিয়ে প্রথমে মোটরসাইকেলে ওঠায় এবং পরে হাউজিং এস্টেট ৮ নম্বর লেন এলাকা থেকে প্রাইভেট কারে ওঠায়। প্রাইভেট কারে থাকা চার ব্যক্তি তাঁকে সালুটিকর ব্রিজের দক্ষিণ পাশে নিয়ে গিয়ে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও ভয়ভীতি প্রদর্শন করে তাঁর কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। পরে আসামিরা কামাল হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে দেওয়ার উদ্দেশে সালুটিকর থেকে বাইপাস হয়ে বাইশটিলা এলাকায় যাওয়ার পথে স্থানীয় বাজারে উপস্থিত জনতা দেখে কামাল হোসেন চিৎকার দিলে লোকজন তাঁদের গাড়িকে ধাওয়া দেয়। একপর্যায়ে কামাল হোসেন গ্র্যান্ড সিলেটের সামনে পৌঁছালে কৌশলে প্রাইভেট কারের জানালা দিয়ে বের হয়ে যান। পরবর্তীকালে স্থানীয় লোকজনের সহায়তায় এয়ারপোর্ট থানা-পুলিশ দুজন ছিনতাইকারীকে প্রাইভেট কারসহ আটক করে।

সিলেটের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনার বিষয়ে তাঁদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল