হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় তীব্র গরমে বেঁকে যায় রেললাইন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে তীব্র গরমে বেঁকে যাওয়া রেললাইন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন বেঁকে যায়।

আজ মঙ্গলবার (২৭ মে) বেলা ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়া উপজেলার রাৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লংলা এলাকায় একটি জায়গায় আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার রোমান আহমদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, তীব্র গরমে লংলা এলাকায় বিকেলে রেললাইন হঠাৎ বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি কিছু সময় আটকা পড়ে। পরে রেলকর্মীরা পানিসহ অন্য সরঞ্জামাদি দিয়ে রেললাইন ঠান্ডা করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিকেল ৫টার পর ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন পাহাড়িকা ট্রেনের যাত্রীরা। চালক দক্ষতার সঙ্গে ট্রেন থামিয়ে নিচে নামেন। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রেললাইন সচল করা হয়।

মৌলভীবাজারে তীব্র গরমে বেঁকে যাওয়া রেললাইন মেরামত। ছবি: সংগৃহীত

কুলাউড়া লংলা সেকশনের রেলকর্মী কামরুল ইসলাম ও সেবুল আহমদ বলেন, তীব্র গরমে অতিরিক্ত তাপমাত্রার কারণে বেঁকে যায় প্রায় ৩০ ফুট রেললাইন। রেলকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জমি থেকে পানি, কাদা ও কচুরিপানা দিয়ে রেললাইন সচল করলে পাহাড়িকা ট্রেন ঘটনাস্থল থেকে ছেড়ে যায়। রাত ৭টা পর্যন্ত কাজ করে পুরোপুরি রেললাইন সচল করা হয়।

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন