হবিগঞ্জের চুনারুঘাটে বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট পৌর শহরের চন্দনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম শাহ আলম মিয়া (২৭)। তিনি ওই এলাকার আব্দুল নুর প্রকাশ মধু মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক আজকের পত্রিকাকে জানান, শাহ আলম একজন বাক্প্রতিবন্ধী নারীকে জিম্মি করে ধর্ষণ করেন। পরে ওই নারী মামলা করলে তিনি এলাকা থেকে পালিয়ে যান।
গতকাল বিকেলে তিনি এলাকায় এলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া শাহ আলমের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক, চুরিসহ ছয়টি মামলা রয়েছে।