সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শাহী ঈদগাহে এক কাতারে দাঁড়িয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তাঁরা একে অপরকে বুকে জড়িয়ে কোলাকুলিও করেছেন। একই ঈদগাহে নামাজ পড়েন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনিও দুই মেয়রের সঙ্গে নামাজ শেষে কোলাকুলি করেন।
সিলেটে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। নামাজের আগে বয়ান পেশ করেন ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফেজ মাওলানা কামাল উদ্দিন।
এখানে ঈদের নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য, শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এবার পবিত্র ঈদুল আজহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের বেশি ঈদগাহ-মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।