হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে যুবককে গাছে বেঁধে নির্যাতন ও আগুন দেওয়ার ঘটনায় মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

আদালতে মামলা করার পর আইনজীবীর সঙ্গে জাহেদ মিয়া। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বাহুবলে মোবাইল চুরির অপবাদে এক যুবককে গাছে বেঁধে নির্যাতন ও শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ভুক্তভোগী জাহেদ মিয়া আজ বৃহস্পতিবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। শুনানি শেষে বিচারক শাহেদ আলী তা আমলে নিয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

উপজেলার যমুনাবাদ গ্রামে ৯ মার্চ ঘটনাটি ঘটে। এ দিন মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে জাহেদকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এরপর তাঁর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা টাকা দেওয়ার শর্তে তাঁকে ছাড়িয়ে এনে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী জাহেদের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, জাহেদ পেশায় দরজি। তাঁকে যেভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে, তা নজিরবিহীন। বিচারক ভুক্তভোগীর শারীরিক অবস্থা ও ঘটনার গুরুত্ব বিবেচনা করে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা