হোম > সারা দেশ > সিলেট

ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের কামালপুর ইউনিয়নে ফেসবুক লাইভে এসে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাত ১১টা ৩০ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' বলে আত্মহত্যা করেন সুমন (২৮) নামের ওই যুবক।

সুমন কামালপুর ইউনিয়নের থানা বাজারের গয়ঘর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। পাশাপাশি তিনি জাদুও দেখাতেন। 

সুমন মিয়া আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে বলেন 'আশা করি সব ভালো আছেন। ভালা থাকার কথা। আমার জীবনে চলাফিরাত কেউরে কষ্ট দিয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে মাফ করি দিবা। আমার জীবনে অশান্তির লাগি কেউ দায়ী নায়। আপনারা যারা আমার ভিডিও দেখবে, আমার পরিবারের যারা আছেন আমার মৃত্যুর লাগি তারা কেউ দায়ী নায়। আমার পরিবার যেন ভালা থাকে সবাই খেয়াল রাখবা, সবার কাছে অনুরোধ সব ভালা থাকবা সুস্থ থাকবেন।' 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার থানা বাজার গয়ঘর গ্রামের সুমন তাঁর আইডি থেকে লাইভে আসেন। তিনি লাইভে সবার কাছে ক্ষমা চান। একপর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ভূঁইয়া বলেন,৬-৭ মাস আগে কিছু জায়গা কেনেন সুমন মিয়া। ৫০ হাজার টাকা দিয়ে জায়গা বায়না করেন। এই মাসে ৩ লাখ ৩০ হাজার টাকা দিয়ে দলিল করা কথা ছিল। যার জায়গা তিনি টাকার জন্য চাপ দিচ্ছিলেন। লকডাউন পরিস্থিতির কারণে কাজ বন্ধ, রোজগারও বন্ধ। যে কারণে টাকা সংগ্রহ করতে পারছিলেন না সুমন মিয়া। এ নিয়ে কয়েক দিন আগে সুমনের মা ও স্ত্রীর মাঝে ঝগড়া হয়। মা রাগ করে চলে যান অন্য বাড়িতে। সুমন ঋণগ্রস্ত হয়ে পড়ায় আত্মহত্যা করেছে। 

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা