হোম > সারা দেশ > সিলেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা, প্রতিবাদে ঝাড়ু মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ঝাড়ু মিছিল। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্র ঘোষিত কমিটি ঘোষণা করা হলে এই ঝাড়ু মিছিল করা হয়।

ছয় মাসের জন্য কেন্দ্র ঘোষিত হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আরিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিব, সদস্যসচিব মাহদি হাসান, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম সুজন ও মুখপাত্র রাশেদা ইসলাম।

এদিকে খবর পেয়ে রাতেই কমিটি প্রত্যাখ্যান করে যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিবের নেতৃত্বে ঝাড়ু মিছিল বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে কয়েকটি সড়ক ঘোরে। এ সময় তাঁরা ‘টাকার বিনিময়ে পকেট কমিটি মানি না, মানব না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’ বলে কমিটি প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন।

এ ব্যাপারে জানতে চাইলে এনামুল হক সাকিব আজকের পত্রিকাকে বলেন, টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। যোগ্যদের মূল্যায়ন করা হয়নি। তাই কমিটি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছেন। তিনি বলেন, আজ বুধবার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত