হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে জামায়াতে ইসলামীর সমাবেশ থেকে নাশকতা হতে পারে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাই দলটিকে দ্বিতীয় দফায়ও সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। আগামীকাল (২১ জুলাই) শুক্রবার সমাবেশ করতে দলটির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। 

এসএমপির উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, জামায়াতের সমাবেশ থেকে নাশকতা হবে। তাই সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া মাঠে নামলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তবে অনুমতি না পেয়ে নগরের রেজিস্টারি মাঠে জনসভা বিষয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে দেশ জাতির উদ্দেশ্যে জনসভা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। এতে সংশ্লিষ্ট সাংবাদিকদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে প্রথমে ১০ দফা দাবিতে গত ৫ জুলাই একটি প্রতিনিধি দল ১৫ জুলাই সমাবেশ করার আবেদন করেছিল। তবে নাশকতার তথ্য থাকায় পুলিশ ১৫ জুলাই সমাবেশের অনুমতি দেয়নি। এরপর ১৬ জুলাই একই দাবিতে ফের সমাবেশের আবেদন করেও ব্যর্থ হয় দলটি।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত