হোম > সারা দেশ > মৌলভীবাজার

একে একে হারিয়ে যায় ৫ ছাগল, ২০ ফুট লম্বা অজগরকে পিটিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি

অজগরটিকে পিটিয়ে মারছেন এলাকাবাসী। ছবি: সংগৃহীত

গ্রামে কয়েক দিন ধরে চারটি ছাগলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই ভেবেছিল, হয়তো ছাগলগুলো চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার আবার আরও একটি ছাগল হারিয়ে যায়। পরে দেখা যায়, বিশাল এক অজগর ছাগলটি গিলে খাচ্ছে। তখন সবাই বলতে থাকে, অজগরই সব ছাগল খেয়েছে এত দিন। এরপর এলাকার সবাই দেশীয় অস্ত্র নিয়ে সাপটি পিটিয়ে হত্যা করে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে এ ঘটনা ঘটে। মেরে ফেলা অজগরটি প্রায় ২০ ফুট লম্বা বলে জানিয়েছেন এলাকাবাসী। মৃত ওই সাপের একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কয়েকজন অজগর সাপটি পিটিয়ে মারছে। কয়েকজন দাঁড়িয়ে মৃত সাপটি দেখছে। পাশে একটি মৃত ছাগলও রয়েছে।

এ বিষয়ে বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী রেঞ্জার রবিন্দ্র কুমার সিংহ বলেন, ‘বিষয়টি আজ (শুক্রবার) শুনেছি। আমরা খোঁজ নিয়ে দেখছি; তবে দুর্গম এলাকা হওয়ায় মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না।’

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘সাপটি ৫ নম্বর ছাগল খাওয়ার সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হত্যা করেছে। অজগরটি শুনেছি প্রায় ২০ ফুট লম্বা হবে।’

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার