হোম > সারা দেশ > সিলেট

নানার মৃত্যুর খবরেও অনশনে অনড় মরিয়ম

শাবিপ্রবি প্রতিনিধি

নানার মৃত্যুসংবাদ পেয়েও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন ভাঙেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী মরিয়ম রুবি। তবে নানার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন তিনি। এখনো পর্যন্ত অনশনে অনড় রয়েছেন এবং উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলেও জানিয়েছেন মরিয়ম।

আজ শনিবার সকালে মরিয়মের এক সহপাঠী জানান, মরিয়ম সিলেট এম এ জি উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নানার মৃত্যুর সংবাদ শুনে আরও ভেঙে পড়েছে মরিয়ম। তাঁর অবস্থা গুরুতর।  

উল্লেখ্য, অনশনের ৬৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো শিক্ষার্থীই অনশন ভাঙেনি। সব শিক্ষার্থীর গুরুত অসুস্থ হয়ে রয়েছেন। এরই মধ্যে ১৪ জন শিক্ষার্থীকে সিলেটের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজন শিক্ষার্থী চিকিৎসা নিয়ে পুনরায় অনশনস্থলে এসে যোগ দিয়েছেন। 

এদিকে গতকাল বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। পরে অনশনরত শিক্ষার্থীদের রেখে কেউই ঢাকায় আলোচনা করতে যাবেন না বলে জানান। তবে অনলাইন বা ভার্চুয়ালি আলোচনায় বসার প্রস্তাব দেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে অনশনস্থলে এসে শিক্ষার্থীদের অবস্থা দেখতে শিক্ষামন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তাঁরা। 

পরে শিক্ষার্থীদের ঢাকায় যাওয়া প্রত্যাখ্যানের খবর জেনে রাত ৮টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষামন্ত্রী নতুন বার্তা নিয়ে পুনরায় ক্যাম্পাসে আসেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। সরকার এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।  শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে চান। যেকোনো পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বসতে প্রস্তুত।  তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী সিলেটে আসতে রাজি। তবে তাঁর পরিবারের সদস্য অসুস্থ থাকায় একটু সময় লেগে যাবে। এদিকে শিক্ষার্থীরা অনশনে অধিক মাত্রায় অসুস্থ। এ জন্য স্বল্প সময়ে যেকোনো উপায়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি বসতে চান তিনি। প্রয়োজনে আকাশপথে শিক্ষার্থী প্রতিনিধিদের ঢাকায় নিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন। 

তবে শিক্ষার্থীদের প্রতিনিধি ঢাকায় না গেলেও শিক্ষকদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে। আজ শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদল আলোচনায় বসবে বলে জানয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকেরা। 

এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকায় যাচ্ছেন কি না—এ বিষয়ে শিক্ষামন্ত্রীর পাঠানো প্রতিনিধি আওয়ামী লীগের নেতা শফিউল আলমকে নতুন কোনো তথ্য দেয়নি বলে জানা গেছে।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার