হোম > সারা দেশ > সিলেট

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

সিলেট প্রতিনিধি

এমসি কলেজের টিলার আগুনে পুড়ে গেছে বেশ কিছু গাছ। ছবি: আজকের পত্রিকা

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় এ আগুন লাগে। এতে বেশ কিছু গাছপালা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এমসি কলেজের টিলায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’

ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, প্রতিবছর শুষ্ক মৌসুমে ছাত্রাবাসের এই টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ ইফতারের সময় হঠাৎ শিক্ষার্থীরা দেখতে পান টিলায় আগুন লেগেছে। তখন তাঁরা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। সেখানে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই টিলায় বিভিন্ন সময় কিছু লোক বসে সিগারেট খান। তাঁদের ফেলে দেওয়া সিগারেটের শেষ অংশ থেকে এই আগুন লাগতে পারে। আবার এটি পরিকল্পিতও হতে পারে। কেননা বেশ জায়গাজুড়ে এই আগুন লাগে। তাঁরা অবিলম্বে টিলাসহ ছাত্রাবাসের সীমানা দেয়াল অথবা কাঁটাতার দিয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজের ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার