হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে নলকূপে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় যুবকের মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নলকূপে কাজ করতে গিয়ে আব্দুল করিম (৩০) নামের এক যুবক মারা গেছেন। গতকাল রোববার (২১ এপ্রিল) বিকেলে জাফলংয়ের ছৈলাখেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের জমির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে ছৈলাখেল এলাকার একটি কূপে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন আব্দুল করিম। পরে স্থানীয়রা জৈন্তাপুর ফায়ার সার্ভিস এবং থানা-পুলিশকে খবর দেন। জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আব্দুল করিমকে মৃত অবস্থায় উদ্ধার করে।

জৈন্তাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার তৎপরতা চালিয়ে আব্দুল করিমকে উদ্ধার করা হয়। বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নলকূপে পড়ে যুবক নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান সুমন।

এর আগে, গত ১২ এপ্রিল একই এলাকার অপর একটি কুয়ায় কুপ পরিষ্কার করতে গিয়ে কাওছার খন্দকার নামে এক যুবক মারা যান।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত