হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জের জ্বালানি তেল শোধনাগারে আগুন

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবলে অবস্থিত দেশের অন্যতম জ্বালানি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে শোধনাগারের বার্ন ফিডের (বর্জ্য মজুত করার স্থান) কন্টেইনারে হঠাৎ করে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে চার হাজার ব্যারেল ধারণক্ষমতাসম্পন্ন তেল শোধনাগারটিতে কীভাবে আগুন লাগলো, সেটি নিশ্চিত করে বলতে পারছে না সংশ্লিষ্ট বিভাগ ও ফায়ার সার্ভিস।

রশিদপুর কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্টের জেনারেল ম্যানেজার রওনকুল ইসলাম বলেন, কীভাবে আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন, খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস থেকে দুটিসহ শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বার্ন ফিড থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

এদিকে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার। তিনি জানান, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। মূলত শোধনাগারের বর্জ্যের মধ্যে আগুন জ্বলছিল। তবে ফায়ার সার্ভিসের দক্ষতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা