হোম > সারা দেশ > সিলেট

যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, তারা গণমানুষের শত্রু: সিলেটের বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পশ্চিম পাকিস্তানিরা ’৭০ সালের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে চাপিয়ে দিল যুদ্ধ। সে যুদ্ধে তারা অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় একই কায়দায় যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের ভাষা-সংস্কৃতি এক হলেও তারা গণমানুষের শত্রু।

আজ শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

রেজা-উন-নবী বলেন, ‘আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মাধ্যমে অর্জিত দেশে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এ ব্যর্থতা পুরোপুরি নেতৃত্বের।’ তিনি আরও বলেন, ‘বাইরের কেউ না থাকলেও একইভাবে এখনো রাজপথে রক্ত দিতে হচ্ছে। ‌ছাত্র-জনতাকে পাকিস্তানি-ব্রিটিশ কায়দায় একইভাবে হত্যা করছে।’

পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন, শিশু ও শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা