হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক আহত, ৩৫ ঘর ভাঙচুর

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে মাতব্বরদের ওপর হামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে মাতব্বরদের ওপর হামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে সংঘটিত এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষ চলাকালীন ভাঙচুর করা হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫টি ঘরবাড়ি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় গতকাল শনিবার বিকেলে। স্থানীয় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা মোশাহিদ ও ফয়জুর রহমান স্নানঘাটা গ্রামের বাসিন্দা জবেদ আলীকে মারধর করেন। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুরব্বিরা সালিশি বৈঠকের আয়োজন করলে মোশাহিদ আলীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত হঠাৎ করে মাতব্বরদের ওপর হামলা চালায়।

এ ঘটনার জেরে রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় তিন ঘণ্টাব্যাপী চলতে থাকে। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। পরে খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১