হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হচ্ছে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের কুয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ তাওছিফ (৬) ও কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে নুরা (৫)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অনুরোধক্রমে এবং অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার মোল্লাপুরের কাছাটুল রাহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র মো. আব্দুল্লাহ তাউসীফ (৬) ও নুরা বেগম (৫)। আজ সোমবার সকাল ১০ টার দিকে মাদ্রাসার ক্লাসে আসেন তারা। বেলা ১১টার দিকে তাওছিফ ও নুরা প্রস্রাব করার কথা বলে মাদ্রাসা সংলগ্ন কাছাটুল কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর ঘাটে যায়।

পরে সবার অজান্তে তারা পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে স্থানীয়রা মসজিদের পুকুরে তল্লাশি চালান। মস্তই মিয়া, আজিজুর রহমানসহ স্থানীয়রা তাদের মরদেহ পুকুরের পানি থেকে তুলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা