হোম > সারা দেশ > সিলেট

দুর্নীতিবাজেরা প্রমোশন পায় আর সৎ কর্মকর্তা-কর্মচারীরা বঞ্চিত: এমপি মোকাব্বির

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

ব্যাপক লুটপাট, অনিয়ম ও দুর্নীতির কারণে দীর্ঘ সময় পেরিয়ে আসার পরও বাঙালি জাতি স্বাধীনতার সুফল পাচ্ছে না। দুর্নীতিবাজেরা দুর্নীতি করে প্রমোশন পায় আর সৎ কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছেন বঞ্চিত। দুর্নীতিবাজেরা জনগণকে বাঁশ দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে ব্যস্ত। যে কারণে জনগণ নিজেদের প্রাপ্য পাচ্ছে না। 

সিলেট-২ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এ মন্তব্য করেছেন। শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা রথবাড়ি বাজারের জবান উল্লাহ প্রাইমারি অ্যান্ড হাইস্কুল ভবনের দ্বিতীয় তলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 

এই পরিস্থিতি থেকে পরিত্রাণের সমাধানেও গুরুত্ব দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, গুণগত পরিবর্তন ছাড়া সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ ছাড়া দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। 

যুক্তরাজ্যপ্রবাসী ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ আকরম আলীর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন আব্দুল কাদির, স্বাগত বক্তব্য রাখেন জবান উল্লাহ প্রাইমারি অ্যান্ড হাইস্কুলের সহকারী পরিচালক জাকির হোসেন এবং মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মাছুমা বেগম। 

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কমিটির সদস্য আজম আলীর সভাপতিত্বে এবং উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম তুহেমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, প্যানেল চেয়ারম্যান-১ শায়েকুর রহমান সায়েক মেম্বার, টেংরা ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আমিরুল গণি চৌধুরী মিনহাজ, জবান উল্লাহ প্রাইমারি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক উসমান গণি, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির, থানার এসআই সৈয়দ ফখরুল ইসলাম, শিক্ষানুরাগী আনসার আলী। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ আকবর আলী। 

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট