হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে সুরমার পানি বাড়ছে, বন্যার আশঙ্কা করছে পাউবো

সুনামগঞ্জ প্রতিনিধি

ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নদী-তীরবর্তী সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। দুর্ভোগে আছেন চার উপজেলার বাসিন্দারা। 

সুরমা নদীর ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ১৬ সেমি ও ছাতক পয়েন্টে ১৩৩ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা। 

নদীর পানি বাড়ার কারণে সুনামগঞ্জ পৌর এলাকার লঞ্চঘাট, বড়পাড়া, ইব্রাহিমপুর এসব এলাকায় নতুন করে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা। দেশে টানা বৃষ্টির সঙ্গে ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাউবো। ঢলের পানি সুরমা, জাদুকাটা ও সীমান্ত নদী দিয়ে এসে নিম্নাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে।

সুনামগঞ্জ পৌর এলাকার হাছননগর, সুলতানপুর আবাসিক এলাকার অন্তত ৫০টি পরিবার আশ্রয় নিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজে। বন্যাকবলিতদের জন্য ইতিমধ্যে প্রতি উপজেলা বিদ্যালয় খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু