হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিরাজগঞ্জে চৌহালীতে তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

আজ শনিবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান তিনজনকে জরিমানা করেন।

তাঁরা হলেন চৌহালীর চর জাজুরিয়ার আমিনুল ইসলাম (৪২), শাহজাদপুর উপজেলার চরা চিথুলিয়া গ্রামের তায়জুল ইসলাম (৩৮) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার আইচবাড়ি গ্রামের ফটিক আলী (৪০)।  

এর আগে গতকাল শুক্রবার রাতে যমুনা নদীর চৌহালী উপজেলার বিনানুই, খাসপুকুরিয়া ও ভূতের মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, যমুনা নদীতে আইন অমান্য করে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। রাতে বিনানুই, খাসপুকুরিয়া ও ভূতের মোড় এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা

স্ত্রী হত্যার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার

সরকারি চাল কালোবাজারি, আটকের পর টাকার বিনিময়ে ছাড়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

সিরাজগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার

মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সিরাজগঞ্জে নতুন কমিটিকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে ৫০ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জে খালে ভাসছিল বৃদ্ধের লাশ

থানায় কর্মরত অবস্থায় অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

জামায়াত মুক্তিযুদ্ধে গণহত্যা চালিয়েছে: টুকু

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, যুবদল নেতা স্বামী পলাতক